রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
The Daily Post

সাতক্ষীরার সাথে আমার আত্মার সম্পর্ক : প্রধান বিচারপতি 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার সাথে আমার আত্মার সম্পর্ক : প্রধান বিচারপতি 

আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় সাতক্ষীরায় কেটেছে। সেই সময়ের শিক্ষকদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এখানের শিক্ষার সময় অত্যন্ত আনন্দ ছিল। পড়াশোনার পাশাপাশি কলেজের পিছনে লেকের পাশে বসতাম, মাঝেমাঝে সামনের আম বাগানে সময় কাটাতাম। সেই জীবন আর কখনো ফিরে পাওয়া যাবে না। 

সাতক্ষীরা সরকারি কলেজের সকল শিক্ষক শিক্ষার্থীসহ প্রতিটি মানুষ আমার কাছের অত্যন্ত প্রিয়। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বুধবার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা সরকারি কলেজের ৬ তলাবিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদীর সভাপতিত্বে প্রধান বিচারপতি ও সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী হাসান ফয়েজ সিদ্দিকী আরো বলেন, সাতক্ষীরার সাথে আমার আত্মার সম্পর্ক যতদিন নিঃশ্বাস থাকবে ততদিন এখানের স্মৃতি ভুলতে পারবো না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের রেজি. মুস্নি মো. মশিয়ার রহমান, সাতক্ষীরা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজি, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপীল বিভাগের রেজি. মোহাম্মদ সাইফুর রহমান, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধা. সম্পাদক মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. আছাদুজ্জামান বাবু।  

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এমজি আজম, অতি. জেলা ও দায়রা জজ ১ আদালত মো. রেজাউল করিম, অতি. জেলা ও দায়রা জজ ৩ আদালত রাখিবুল ইসলাম, অতি. জেলা ও দায়রা জজ ৫ আদালত মো. মাছুম বিল্লাহ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমি আহমেদ, যুগ্ম জেলা ও সহকারী জজ মো. শহিদুল ইসলাম, যুগ্ম জেলা ও সহকারী জজ মো. বিল্লাল হোসেন, অতি. চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এর পূর্বে প্রধান বিচারপতি সাতক্ষীরা সাকিট হাউজে বিচার বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক অভিবাসন প্রদান করেন। পরে জেলা জজ আদালত চত্বরে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামগার ন্যয়কুঞ্জ উদ্বোধন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. অলিউর রহমান।

টিএইচ